চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন কোনো গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের যেকোনো ধরনের অপকর্ম রোধে প্রশাসন প্রস্তুত। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন উজ্জ্বল, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, পরিষদ কর্মকর্তা বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অ্যাড. তপন দাশ, প্রবীর বণিক, রিপন রায় চৌধুরী, অসিম কুমার দে প্রমুখ।











