ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাস্তবায়নের বাজেটে কালুরঘাট সেতু নির্মাণে বরাদ্দ না থাকায় চট্টগ্রামবাসী বিস্মিত হয়েছেন। এছাড়া রিটার্ন দাখিলের সময় অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের সিদ্ধান্ত কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত নয়।
গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাজেটে একদিকে মূল্যস্ফিতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষায় সুনজর দেয়া হয়েছে যা যৌক্তিক ও সময়োপযোগী বলে মনে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে জনদুর্ভোগ লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তার দায় সরকারের কাঁধে বর্তাবে।
মুজিবুল হক শাকুর বিস্ময় প্রকাশ করে বলেন, এত বড় বিশাল আকারের বাজেটে কর্তফুলী নদীর উপরে রেল কাম সড়ক সেতু নির্মাণে কোনো বরাদ্দ না থাকার বিষয়টি কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। তিনি সম্পূরক বাজেটে কালুরঘাট সেতু নির্মাণে বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।