আবেগীয়, সহজ একটি শব্দ সম্পর্ক। যার অর্থের পরিধি বড়ই গভীর ও বিস্তৃত। “সম্পর্ক বা রিলেশন” এমন একটি শব্দ যার মাধ্যমে দুটি মানুষ বা দুজনের সহাবস্থানকে বোঝায়। মানুষের জীবন চক্র সম্পর্ক দ্বারাই প্রগতিশীল ও চলমান। জীবনে চলার পথে মানুষ হাজার হাজার সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে। একেক সম্পর্ক একেক রকম তার মতামত, চাহিদা,আশা ও ইচ্ছা। তবে প্রত্যেক সম্পর্কের একটি নিজস্বতা, স্বাধীনতা ও আত্মচিন্তা থাকে। আজকালকার সম্পর্ক গুলো বড়ই অদ্ভুত! ‘আমি আর তুমিতে’ সীমাবদ্ধ। শুধু দুজন দুজনার এমনিই চিন্তা। কিন্তু মানুষের জীবন চক্র হাজারো সম্পর্ককে নিয়ে বয়ে চলে ঠিক স্রোতধারা নদীর মত। সম্পর্ককে যত্ন করতে হয়, সময় দিতে হয়, ধৈর্য্য নিয়ে আগলে ধরে রাখতে হয় ঠিক চারা গাছের মতন। চারা গাছকে আমরা যেমন যত্ন করি, ভালোবাসি সম্পর্কের বেলায়ও ঠিক তেমনি। সম্পর্ককে সম্মান, শ্রদ্ধা, যত্ন, বিশ্বাস করলে দিন শেষে সেই সম্পর্ক তার কেন্দ্রবিন্দুতে ফিরে আসে। বিশ্বাস, আস্থা হতে হবে দৃঢ় ও মজবুত তবেই সম্পর্ক টিকে থাকবে, ভেঙে পড়বে না কোন অবিশ্বাসের ঝড়ে। নতুন সম্পর্কের আগমন হবে কিন্তু পুরনো সম্পর্ক যাতে ছিন্ন হয়ে না যায়; সেদিকে খেয়াল রাখতে হবে। পুরনো সম্পর্ক গুলো অনেক দামি ও মূল্যবান। পুরোনো সম্পর্কের হাত ধরেই কিন্তু আমরা নতুন সম্পকের্র দিকে এগিয়ে যাই, নতুন জীবনের স্বপ্ন বুনি। একটি সম্পর্ক মজবুত হবে যখন সম্পর্কের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারা যাবে। একটি সুসম্পর্ক গড়তে পরিশ্রম করতে হয়,সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয় তবেই জীবন হবে অনাবিল আনন্দের, ভালোবাসার ও প্রশান্তির। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা।