সম্পদ বিবরণী দাখিল না করায় এলএ শাখার সাবেক কানুনগোর দণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

নির্দেশ পাওয়ার পরও সম্পদ বিবরণী দাখিল না করায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের দণ্ড পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার সাবেক কানুনগো মো. আকবর খান। গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন।

দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬/২ ধারায় মো. আকবর খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে তা পরিশোধে ব্যর্থ হলে ৩ মাসের কারাদণ্ড ভোগ করবেন তিনি। তিনি বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশ পেয়েও তা দাখিল করেনি কানুনগো দণ্ডপ্রাপ্ত আসামি মো. আকবর খান।

এ ঘটনায় ২০১০ সালের ২২ নভেম্বর দুদক চট্টগ্রাম-১ এর তৎকালীন উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মো. আকবর খানের বিরুদ্ধে মামলাটি করেন। আদালত সূত্র জানায়, মামলা দায়ের পরবর্তী ২০১১ সালের ২৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম-১ এর তৎকালীন উপপরিচালক হুমায়ুন কবির মো. আকবর খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১৮ জুন তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার সংরক্ষিত বন থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গাছের চারা বিতরণ কর্মসূচি