সমৃদ্ধশালী অর্থনৈতিক ব্যবস্থা উপহার দেওয়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন

ওয়েবিনারে ড. মো. সেলিম উদ্দিন

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

আইসিএবি’ র উদ্যোগে ‘বাংলাদেশে হিসাব ও নিরীক্ষা পেশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ’ শীর্ষক এক ওয়েবিনার গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আলোচক ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও হিসাব বিজ্ঞানের ৫টি দর্শনের উপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি বলেন, হিসাব বিজ্ঞানের মৌলিক ভিত্তিগুলোর সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততার কারণে ১৯৭৩-৭৪ অর্থবছরে উৎপাদন যেমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় তেমনি মানুষের জীবন যাত্রার মানেরও উন্নতি ঘটে। বঙ্গবন্ধু সবসময় তাঁর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শোষণহীন সুখী ও সমৃদ্ধশালী অর্থনৈতিক ব্যবস্থা উপহার দেওয়ার স্বপ্ন দেখতেন। আইসিএবি এর সিইও সুভাশীষ বোসের সঞ্চালনায় ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরঙের তুলির আঁচড়ে প্রতিযোগীরা ফুটিয়ে তুললেন নানা ইতিহাস
পরবর্তী নিবন্ধআর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে