আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নাসিরাবাদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মাওলানা ফারুকী ও জাহেদ হোসেন টিটুর সভাপতিত্বে এবং আরমান আজিজের পরিচালায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহেদুল আলম অপু, নাছির উদ্দিন, মো জিয়াউর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন কাউসার বিন নয়ন, মঞ্জুরুল ইসলাম, আজিমুল হক নাদিম, জাহেদুল আলম নয়ন, রেজাউল করিম মনা, মো. শাকিল, মো. হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমৃদ্ধ দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা অর্জনের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশে এজন্য শিক্ষার হার শতকরা ৭২ শতাংশে উন্নিত হয়েছে। আজকের তরুণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে কাজে লাগাতে হবে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।