সমুদ্রসম্পদ আহরণে গবেষণায় জোর দিতে হবে : মেয়র

সিভাসু ফিশ ফেস্টিভ্যাল-২০২৫ এর উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আমাদের দেশটা প্রাচুর্যে ভরা। আমাদের সমুদ্রের তলদেশে রয়েছে অফুরন্ত সম্পদ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই সম্পদগুলোকে কাজে লাগাতে পারছি না। সমুদ্রসম্পদ আহরণের জন্য গবেষণার ওপর জোর দিতে হবে।’

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘সিভাসু ফিশ ফেস্টিভ্যাল২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন। দেশের মৎস্য সেক্টরের উন্নয়নে সিভাসুর এই ধরনের আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের (বিএসএফএফ) সহযোগিতায় সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদ এই ফেস্টিভ্যালের আয়োজন করছে। সিভাসু অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল এবং বিএসএফএফএর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অ্যাটমস্ফিয়ার অ্যান্ড ওশান রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর শিনইচি ইতো। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. আব্দুল ওহাব।

সম্মানিত অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মধ্যে কলাবোরেশনের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতাবৃদ্ধি, ভালো পেশাগত জ্ঞান এবং কর্মসংস্থানের আরো বেশি সুযোগ পেয়ে থাকে।

সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিফুড বা সামুদ্রিক খাবারের চাহিদা বাড়ছে। কিন্ত আমরা সিফুডের এই চাহিদা মেটাতে পারছি না। অথচ বিশ্বের অনেক দেশ এক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। মৎস্য খাত এবং অ্যাকোয়াকালচার নিয়ে কাজ করার আমাদের অনেক সুযোগ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানসমূহ এসব স্টলে তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন প্রদর্শন করছে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করছে।

আজ বুধবার বিকালে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ‘সিভাসু ফিশ ফেস্টিভ্যাল২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

পূর্ববর্তী নিবন্ধপাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হলেন সাঈদ নোমান
পরবর্তী নিবন্ধএখনো স্মার্ট কার্ড পাননি সাড়ে ১০ লাখ ভোটার