সমালোচনার মুখে ক্ষমা চেয়ে বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

সমপ্রতি শাহরুখ খান ও অজয় দেবগণের সঙ্গে একটি তামাকজাত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

প্রতিষ্ঠানটির একটি মুখশুদ্ধি পণ্যের বিজ্ঞাপনে একসঙ্গে হাজির হয়েছেন তারা। মুখশুদ্ধি বলে চালালেও, আদতে ওই সংস্থা গুটখা (তামাকজাত পণ্য) তৈরি করে। শাহরুখ-অজয় আগেই সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু নতুন করে এতে অক্ষয় কুমারের যোগ দেওয়ার বিষয়টি একেবারে মেনে নিতে পারেননি তারভক্তরা। খবর বাংলানিউজের।

নানা সময় তামাকজাত পণ্যের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে ‘খিলাড়ি’ কুমারকে। কিন্তু সেই তিনিই নিজে কীভাবে এমন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এবং বিজ্ঞাপনে অংশ নিলেন- এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক মাধ্যমে সমালোচনা করে ক্ষোভও প্রকাশ করেন কেউ কেউ। এমন পরিস্থিতি অনুরাগীদের ভাবনাকে সম্মান ও গুরুত্ব দিয়ে সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় কুমার। একই সঙ্গে ভক্তদের কাছে চাইলেন ক্ষমাও।

পূর্ববর্তী নিবন্ধজয়া আহসানের ‘ঝরা পালক’
পরবর্তী নিবন্ধপ্রিয়াঙ্কা-নিকের মেয়ের নাম ফাঁস!