ঢাকার গণসমাবেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলে বিএনপির সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেই সাথে সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবির কথাও উঠে আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দাবি, শত বাধাবিপত্তি উপেক্ষা করে যেভাবে মানুষ সমাবেশে যোগ দিয়েছে তাতে প্রমাণ হয় বিএনপি মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে।
তিনি বলেন, এত বাধাবিপত্তি, এত ষড়যন্ত্রের পর আমাদের যে সমাবেশ হয়েছে সেটাকে আমরা সফল বলে মনে করি। তারপরও বহু মানুষ এসেছে, আরও বেশি মানুষ আসতে পারত, যদি এসব প্রতিবন্ধকতা না থাকত। তিনি বলেন, এই সরকার বলেছিল আমরা নয়া পল্টনে সমাবেশ করলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। কিন্তু ১০ তারিখে আওয়ামী লীগের বাহিনী সারা দেশের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। প্রবেশ পথে হয়রানি করেছে, তখন কিছু হয়নি।