সমাবেশ শেষে যুবদল নেতাকর্মীদের পুলিশের ধাওয়া

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

বিক্ষোভ সমাবেশ শেষে রাস্তায় জড়ো হওয়া যুবদল নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। গতকাল দুপুর সোয়া একটার দিকে নগরের কোতোয়ালী থানার নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাসিমন ভবনে দলীয় কার্যালয় মাঠে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সমাবেশ শেষে হাবিবুন্নবী খান সোহেল বের হওয়ার সময় সড়কে শ’খানেক নেতাকর্মী তার আশপাশে অবস্থান নেয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হলে পুলিশ গিয়ে তাদের সরে যেতে বলে। এ সময় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়।
নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। সমাবেশ শেষে স্বাভাবিকভাবে বের হওয়ার পথে জটলা হয়েছিল।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সাংবাদিকদের বলেন, হাবিবুন্নবী খান সোহেলকে নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বের হন। রাস্তায় নেতাকর্মীদের জটলা তৈরি হলে আমরা গিয়ে তাদের সরে যেতে বলি। পুলিশ দেখে নেতাকর্মীরা দৌঁড়ে বিভিন্ন দিকে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধবড়শিতে ধরা পড়ল ১৬৫ কেজির শাপলা পাতা মাছ
পরবর্তী নিবন্ধ৯ আসামিকে দুদিন করে রিমান্ড