জ্ঞানীর হবে অপমান
মূর্খরা পাবে সম্মান।
এটার প্রমাণ দেখি চারপাশে।
পাকা ধান পরিপুষ্ট হলে
ভেঙে যায় ধানগাছের মাথা,
আর যে ধানগাছে
দানা হয়নি সেটা থাকে সোজা।
বলতে গেলে নির্লজ্জ দাঁড়িয়ে থাকা।
মানুষের ক্ষেত্রেও মূর্খেরা
হয়ে যায় সমাজের মাথা।
জ্ঞানী তখন সেই লজ্জায়
থেকে যায় ম্রিয়মান।
এটা দেশী বিদেশী
বহু বিদগ্ধজনের চিন্তাধারা
যুগে যুগে কালে কালে।
প্রকৃতজনের প্রত্যাশা
হয়ত প্রজন্ম বদলালে
এর হবে সমাধান,
সমস্যা আরও বাড়ছে
কারণ প্রতি প্রজন্মেই তো
তার সমান প্রজনন।
জ্ঞানীর সাথে মূর্খের সহাবস্থান।
এভাবেই চলবে পৃথিবী
হবে না পরিবর্তন,
ভাঙবে, গড়বে সমাজ, দেশ
তবুও হবে না হুঁশ
সমাজচিত্র তাতেই বেহুঁশ।
জ্ঞানী মূর্খ যুদ্ধ পৃথিবী যতদিন টিকবে
ততদিন থেকে যাবে ছায়াপথসম।












