সমাজকে আলোকিত করতে সম্প্রীতির বন্ধন দৃঢ় রাখতে হবে

গাই সম্প্রীতির গান অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে ‘গাই সম্প্রীতির গান’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মানুষের সাথে মানুষের সদ্ভাব, সম্প্রীতির গুরুত্ব অপরিসীম। যে সমাজে এ সম্প্রীতি নেই সেসমাজে বিশৃঙ্খলাঅরাজকতার সৃষ্টি হয়। তাই মানবসমাজে সম্প্রীতির বন্ধনকে সবসময় সুদৃঢ় রাখতে হবে। মানুষ ও সমাজকে আলোকিত রাখতে সবক্ষেত্রে সম্প্রীতি ও সদ্ভাব বজায় রাখতে হবে। গত ৬ মে শনিবার একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরা, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, নাসের রহমান, অরুণ শীল, দীপক বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, জসীম উদ্দিন খান, নুরুল আলম কিরণ প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা ও চবি অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দিনকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়। স্মারক তুলে দেন একাডেমির মহাপরিচালক। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক কবি রাশেদ রউফের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন গল্পকার জিন্নাহ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির পরিচালক এস এম মোখলেসুর রহমান ও মুহাম্মদ মহসীন চৌধুরী। আলোচনা পরবর্তীতে অনুষ্ঠানটি ছড়াকবিতাগান ও কথামালায় মুখরিত হয়ে ওঠে। এতে ছড়াকবিতা পাঠে অংশ নেন শৈবাল বড়ুয়া, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, ফারজানা রহমান শিমু, তালুকদার হালিম, প্রদ্যেুাত কুমার বড়ুয়া, সত্যজিত দাশ কাঞ্চন, রূপক কুমার রক্ষিত, রুনা তাসমিনা, ইসমাইল জসীম, সোমা মুৎসুদ্দী, হেলাল চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, মুশফিকুর রহমান, প্রতিমা দাশ,সৌভিক চৌধুরী, তানজিনা রাহী, শর্মি বড়ুয়া, শাহ আলী মির্জ্জা, শ্রাবন্তী বড়ুয়া, সালাম সৌরভ, এম কামাল উদ্দিন, সাইফুল্লাহ কায়সার, শরণংকর বড়ুয়া প্রমুখ। গান পরিবেশন করেন কোহিনুর শাকি, নাসিমা আক্তার ডেইজি ও শিউলী নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা শুরু আজ