চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহ দুলাল বলেন, সমাজ যখন কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ে তখনই সমাজকে আলোকিত করতে মহাপুরুষের জন্ম হয়। গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী এনায়েতপুর গ্রামে মহাযোগী ব্রজেন্দ্র নন্দন সাধু বাবাজীর ১১৬ তম আর্বিভাব উৎসব উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভজন কুঠির আশ্রম চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি লোকনাথ সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামী উজ্জ্বলানন্দ ব্রক্ষচারী।