সমাজ সমীক্ষা সংঘের প্রাক বাজেট আলোচনা

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জনগণের জন্য বাজেট শীর্ষক প্রাক বাজেট গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেটিঙ এন্ড ডেভেলপমেন্টের জয়েন্ট ডাইরেক্টর অব রির্সাচ ফাল্গুনী রেজা।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু। আলোচক হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের বাজেট ভাবনা তুলে ধরেন অর্থনীতিবিদ সিকান্দর খান, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, মুক্তিযোদ্ধা ও পরিবেশবিদ ড. মুহাম্মদ ইদ্রিস আলী, ব্যবসায়ী নেতা মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ডা. আরিফ বাচ্চু, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, সাবেক কাউন্সিলর এইচ.এম সোহেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, উন্নয়নকর্মী মো. মশিউর রহমান, মো. শাহ আলম, জি.এম তাওসিফসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ।

মূল প্রবন্ধে ফাল্গুনী রেজা উল্লেখ করেন, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, খাদ্যদ্রব্যসহ জীবনযাত্রার মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে যখন দেশ দাঁড়িয়ে তখন একই বাস্তবতায় ২০২৩ সালের জাতীয় নির্বাচন আমাদের সামনে চলে এসেছে। এই বিবেচনায় ২০২৩২৪ অর্থবছরের বাজেট যদিও একটা প্রাক নির্বাচনী বাজেট তবুও অর্থনীতির পুনরুদ্ধার বিবেচনায় এই বাজেটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী বাজেটে জনগণের কল্যাণে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোগীর সাথে খারাপ আচরণের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর