চট্টগ্রাম একাডেমির সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, লেখক নিজে তাঁর লেখালেখির বিষয় নির্ধারণ করেন। তিনি বিশ্বজগতের সব কিছু নিয়ে ভাবতে পারেন, আবার লিখতেও পারেন। সব জাতিগোষ্ঠী ও সমপ্রদায়কে নিয়ে লিখতে পারেন। এ বিষয়ে লেখার স্বাধীনতা তাঁর। তবে সমাজ ও সংস্কৃতি সম্পর্কে লেখকের অনুসন্ধিৎসু মন থাকা জরুরি। তখন তাঁর লেখায় উঠে আসবে সমাজ। বিভিন্ন সময়ে লেখালেখি ও মতপ্রকাশের স্বাধীনতায় নানা ধরনের হস্তক্ষেপ হয়েছে। তবু লেখকরা তাঁদের লেখাকে এগিয়ে নিয়ে গেছেন নিজস্ব শিল্পীসত্তায়।
গত ৯ ডিসেম্বর একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সেলিনা আকতার, হুলাইন ছালেহ নূর কালেজের সাবেক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, একাডেমির পরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, লেখক সংগঠক জাহাঙ্গীর মিঞা, প্রাবন্ধিক সংগঠক রেজাউল করিম স্বপন। এবারের আড্ডার তত্বাবধানে ছিলেন একাডেমির পরিচালক প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর। কবি সাংবাদিক রাশেদ রউফ–এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক এস এম মোখলেসুর রহমান।
এতে সাহিত্য আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, দেশাত্মবোধক গান পরিবেশনা ও স্বরচিত গল্প পাঠে অংশ নেন কথাসাহিত্যিক নাসের রহমান, কবি সংগীতশিল্পী ইকবাল হায়দার, কবি গল্পকার মাহবুবা চৌধুরী, কবিগীতিকার জসিম উদ্দিন খান, কবি গল্পকার কাসেম আলী রানা, কবি শিশুসাহিত্যিক অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি আবুল কালাম বেলাল, কবি আজিজ রাহমান, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, সাংবাদিক শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, কবি নীলরতন দাশগুপ্ত, কবি গল্পকার লিপি বড়ুয়া, লেখক কানিজ ফাতেমা লিমা, শিশুসাহিত্যিক গৌতম কানুনগো, কবি আসিফ ইকবাল, লেখক সৈয়দ আহমেদ বাদল, কবি বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দী, শিশুসাহিত্যিক জাইদুল ইসলাম দুর্লভ, কবি মারজিয়া খানম সিদ্দিকা, সংগঠক নান্টু বড়ুয়া, কবি–বাচিকশিল্পী তারিফা হায়দার, কবি ডি কে বড়ুয়া, কবি জি এম জহির উদ্দিন, কবি মাহবুবা ছন্দা, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, কবি বাচিকশিল্পী নিশাত হাসিনা শিরিন, শিশুসাহিত্যিক প্রদ্যোত কুমার বড়ুয়া, লেখক শরণংকর বড়ুয়া, কবি শর্মি বড়ুয়া, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, শিশুসাহিত্যিক কবি মর্জিনা আখতার, কবি বাচিকশিল্পী প্রতিমা দাশ, কবি এম আনোয়ার হোসেন, শিশুসাহিত্যিক নাটু বিকাশ বড়ুয়া, কবি এম কামাল উদ্দিন, কবি বিকাশ বড়ুয়া প্রমুখ। সাহিত্য আড্ডায় কবি জি এম জহির উদ্দীনের কাব্যগ্রন্থ ‘বিধ্বস্ত প্রেম বিপন্ন ভালোবাসা’ ও কবি অমিত বড়ুয়ার ‘কিশোরবেলা’ ডিসেম্বর সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।