সমাজ বিনির্মাণে তরুণরা ভূমিকা রাখবে

তারুণ্যের উৎসবে কর্মশালা

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং এলজিইডি, ডিপিএইচই ও জেলা পরিষদ চট্টগ্রামের সার্বিক তত্ত্বাবধানে এলজিইডি ভবন হতে এ উপলক্ষে র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এলজিইডি, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তাফা।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, উপপরিচালক, স্থানীয় সরকার মো. নোমান হোসেন, ডিপিএইচই চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী (পটিয়া) কমল কান্তি পাল এবং সহকারী কমিশনার (ভূমি) চান্দগাঁও ইউছুপ হাছান। শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত পাঠ করা হয়। জুলাইআগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে বলতে চাই তারুণ্যের শক্তিতে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই আজ সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমাণের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সমাজ বিনির্মাণে তরুণরা ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা মাঠে জিতবে কিনা জানতো না, কিন্তু তারা জয়ের টার্গেট নিয়ে মাঠে ছিল। তরুণদের লক্ষ্য ঠিক থাকলে জয় আসবেই। তরুণরা আগামী দিনে বাংলাদেশ যেমন চাইবে, সেভাবে দেশটা এগিয়ে যাবে। চট্টগ্রামের সকল উপজেলা ও পৌরসভা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের মধ্য সেরা আইডিয়া উপস্থাপনের মাধ্যমে উপজেলা পর্যায়ে সাতকানিয়া উপজেলা প্রথম স্থান, সন্দ্বীপ উপজেলা দ্বিতীয় স্থান ও লোহাগাড়া উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে। পৌরসভা পর্যায়ে রাউজান পৌরসভা পর্যায়ে রাউজান পৌরসভা প্রথম স্থান, সাতকানিয়া পৌরসভা দ্বিতীয় স্থান এবং মীরসরাই পৌরসভা তৃতীয় স্থান অর্জন করেছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা খানম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-লাকসাম রেললাইন নির্মাণে ৬শ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ
পরবর্তী নিবন্ধ‘অভিজ্ঞতা, জীবনবোধ ও পর্যবেক্ষণ আকিমুন রহমানের কথাসাহিত্যকে সমৃদ্ধ করেছে’