সমাজ ও রাষ্ট্রের জন্য কী দিলাম তার মধ্যেই নিহিত সার্থকতা

মিট দ্য রোভারস অনুষ্ঠানে জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, আমি যে পরিবর্তন সমাজে চাই, সেই পরিবর্তন কি আমার নিজের মধ্যে এসেছে? নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষ ধরলে সমাজ কখনো বদলাবে না। রাষ্ট্র আমাকে কী দিয়েছে, সেই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য। দেশপ্রেম ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকাই হবে আমাদের অভিপ্রায়। জীবনে আমাদের সময়ের ব্যাপ্তি নির্ধারিত; এই সময়কে কীভাবে কাজে লাগাব তার উপর নির্ভর করবে আমরা কী অর্জন করেছি।

তিনি গতকাল সোমবার ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট২০২৫এর ‘মিট দ্য রোভারস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯তম রোভার মুটের মুট চিফ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে পাঁচদিন ব্যাপী এ রোভার মুট। গত ২০ ডিসেম্বর শুরু হওয়া রোভার মুট শেষ হবে ২৪ ডিসেম্বর। এতে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিটসমূহ অংশগ্রহণ করছে। তাঁবুতে অবস্থান করে নিজেরা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণমূলক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন রোভার স্কাউটরা।

গতকাল রোভারমুট অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না, সময়কে কখনো পার্সেস করা যায় না। স্কাউটিংয়ের মূলনীতি, প্রতিজ্ঞা ও আইন মেনে চলে রোভার স্কাউটরা যেন দায়িত্ববান হয়ে গড়ে ওঠে। দক্ষতার সাথে দায়িত্ব পালন করলে রোভার স্কাউটরাই একদিন দেশের নেতৃত্ব প্রদান করবে।

তিনি বলেন দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য স্কাউটিং একটি দারুণ প্ল্যাটফর্ম, যা আত্মনির্ভরশীলতা, নেতৃত্ব, সমস্যা সমাধান, টিমওয়ার্ক শেখায়, ফলে শিক্ষার্থীরা চরিত্রবান, কর্মঠ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে।

জেলা প্রশাসক বলেন, আমি যদি আজ এই আয়োজনে না আসতাম, তাহলে বুঝতেই পারতাম না রোভার স্কাউটরা এতটা সুশৃঙ্খল। এত বড় আয়োজন এত সুন্দর ও গোছানোভাবে করা যায়, সেটাও আমার অজানা থেকে যেত।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম শুধু সফলই হবে না, তারা সার্থকও হবে। সার্থকতা শুধু নিজের সফলতায় নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কী দিলাম সেটির মধ্যেই নিহিত।

জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের উপলক্ষ নয়; এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনকে উৎসবমুখর করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জেলা রোভারের সম্পাদক ও ১৯তম জেলা রোভার মুটের মুট সচিব এ জেডএম বোরহান উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ, চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার ও ডেপুটি মুট চিফ (প্রশাসন) প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এবং ডেপুটি মুট চীফ (প্রোগ্রাম) এস,এম, হাবিব উল্লাহ হিরু। উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

পূর্ববর্তী নিবন্ধহামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের মামলা, গ্রেপ্তার ১৫
পরবর্তী নিবন্ধহজের বাকি টাকা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে