রাউজান মহামুনি গ্রামে গত ১ সেপ্টেম্বর মহামুনি তরুণ সংঘের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও বতর্মান কাযর্করী পরিষদের বিদায় অনুষ্ঠান, দিব্যেন্দু–শিলা স্মৃতি স্মরণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সংঘের মিলনায়তন ভবনে অর্ক মুৎসুদ্দির সঞ্চালনায় শুরু করা হয়। এতে উপস্থিত ছিলেন সংঘের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ডা. প্রীতিশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বুধিমিত্র বড়ুয়া শেলী, রাজেশ মুৎসুদ্দি। অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্ধানমিত্র তালুকদার। বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক নিকসন তালুকদার। বক্তব্য রাখেন সুজন প্রসাদ বড়ুয়া, তপন কুমার, শেখর বড়ুয়া। নবগঠিত কার্যকরী পরিষদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন রুপম কিশোর বড়ুয়া। সভায় লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, সমাজ উন্নয়নে তরুনদের অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি তরুন–যুবকদের দৃঢ় প্রত্যয়ে কাজ করার দিক নিদের্শনা প্রদান করেন এবং বিগত কমিটিকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সংসদ পরিচালনার জন্য ধন্যবাদ জানান। বক্তব্য রাখেন অশোক বড়ুয়া, লিটন চৌধুরী, সুমঙ্গল বড়ুয়া, শাওন প্রসাদ বড়ুয়া চমক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।