সময়ের যথার্থ ব্যবহার মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়

আইআইইউসি’র শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপাচার্য ড. আলী আজাদী

| বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। টাইম ও স্পেস ছাড়া মানুষের অস্তিত্ব অকল্পনীয়। সময়ের সদ্ব্যবহার করতে হবে। সময়ের যথার্থ ব্যবহার মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান বলেছেন, শিক্ষকরা সমাজ ও দেশ সংস্কারের ক্ষমতা রাখে। শিক্ষকরা না ঘুমোলে ছাত্ররা জেগে থাকবে। আমিত্বের দাম্ভিকতা বিসর্জন দিতে হবে। আমিকে আমরায় রূপান্তর করে নিজেকে টিম মেম্বার ভাবতে হবে।

গতকাল বুধবার আইআইইউসি’র নবনিযুক্ত শিক্ষকদের ফ্যাকাল্টি ইনডাকশন প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং আরএসটিইউ’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান কী নোট স্পিকারের বক্তব্যে কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আহছানউল্লাহ। স্বাগত বক্তব্য দেন, ভারপ্রাপ্ত ট্রেজারার ও ফ্যাকাল্টি ইনডাকশন প্রোগ্রাম অর্গনাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। রুলসরেগুলেশন নিয়ে আলোকপাত করেন, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। বক্তব্য দেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। প্রশিক্ষণার্থী নবনিযুক্ত লেকচারারদের মধ্যে বক্তব্য দেন, ইয়াকুব আলী ও শাফকাত হান্নানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৫৯১
পরবর্তী নিবন্ধচুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু আজ