সমবায়ের মূলমন্ত্রে বেকারত্ব দূরীকরণে এগিয়ে যেতে হবে

পটিয়ায় সমবায় দিবসে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ‘দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ’ সমবায়ের এ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি সমবায়কে সমাজে বেকারত্ব গুছাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ ও সততা নিয়ে সমবায়কে এগিয়ে নিতে পারলে সমাজে অভাব বলতে কিছুই থাকবে না।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- স্লোগানে পটিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গত শনিবার সকালে পটিয়ায় আয়োজিত র‌্যালি শেষে এক আলোচনা সভায় তিনি সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ কথা বলেন। এ উপলক্ষে ওইদিন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এর পর এক র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আ.লীগ নেতা ঋষি বিশ্বাস, এম এজাজ চৌধুরী প্রমুখ।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁইয়া। তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল প্রমুখ। এতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির অবদান অনেক। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমবায়কেও এগিয়ে নিয়ে যেতে হবে। সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাজার সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গত শনিবার এ উপলক্ষে র‌্যালি ও উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসমিন আক্তার কাকলী ও সহকারী সমবায় কর্মকর্তা খালেদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সুলতানুল আলম চৌধুরী। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেশমী চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলা পরিষদ ভবনের হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী হীরুর সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, আবু বক্কর সিদ্দিকী, প্রদীপ মিত্র চৌধুরী। বক্তব্য রাখেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাঈনুদ্দিন রাসেল, সমবায় সংগঠনের দায়িত্বশীল জাফর আহমদ, মাওলানা বশির আহমদ, আবু আহমদ, জয়নাল আবেদীন রিপন, বাসুদেব রুদ্র, মো. ইয়াছিন, মো. টিটু, মো. ওসমান গনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাঁশখালীতে একশ’র অধিক সমবায় সমিতি রয়েছে। তারা যথাযথ নিয়ম মেনে কাজ না করে ব্যাংকের মত লেনদেন করছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদারকির আহ্বান জানান বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধমহসিন কলেজের পুনর্মিলনীর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ৩ জনের করোনা শনাক্ত