বাঁশখালী উপজেলায় কমিউনিটি পর্যায়ে (০–১২ ) বছর বয়সী বিকাশগত বিলম্ব এবং প্রতিবন্ধী শিশুদের জন্য প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধমূলক কার্যক্রমের লক্ষ্য নিয়ে এডভোকেসী মিটিং পরিচালনার অংশ হিসেবে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হয়।
গত ১৮ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থাদের যৌথ সমন্বয়য়ের সাথে কাজ করার মাধ্যমে বাঁশখালী উপজেলা প্রতিবন্ধী শিশুদের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। গ্রামে গ্রামে মাঠ পর্যায়ে পারিবারিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমেই আমরা অভীস্ট লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবো।
জেএসইউএস প্রকল্পের প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিকের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ এডভোকেসী সভায় প্রকল্পের প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হওয়া এবং পরবর্তীতে পারিবারিক পরিস্থিতির সমস্যা নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থাপনা স্বাস্থ্যসেবা প্রদানের ওপর চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সংস্থার সহকারি পরিচালক প্রকল্প ফোকাল পারসন আরিফুল ইসলাম। বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট প্রায় ৩২ জন নারী পুরুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: শামিম আক্তার। সবশেষে প্রতিবন্ধী শিশুদের সঠিক শনাক্তকরণ, পরিচর্যা, সুরক্ষা প্রতিরোধে নির্বাহী পরিচালক প্রকল্প বাস্তবায়নে বাঁশখালী উপজেলায় অবস্থানরত সকল স্তরের পরিবার পকিল্পনা কর্মীদের আশানুরূপ সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।