সমন্বয়হীনতার কারণে নালায় পড়ে প্রাণহানি ঘটছে

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্মারকলিপি

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও কালুরঘাট রেলকাম সড়ক সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যকরী পরিষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোজাফফর আহমদ, লায়লা ইব্রাহিম বানু, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহীম, অ্যাডভোকেট ফয়েজুর রহমান বেলাল, এম. গোফরান চৌধুরী, ডা. মাহবুুুবুল আলম ও ডা. মুহাম্মদ মিরাজ প্রমুখ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, আগামী বর্ষায়ও নগরবাসী অভিশপ্ত জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে না বলে আমরা মনে করি। শুধু তাই নয়, কর্ণফুলী নদীসহ চট্টগ্রামে বহমান খালগুলোর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং, অবৈধ দখল ও দূষণমুক্ত করা না গেলে ভবিষ্যতে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সমন্বয়হীনতার কারণে নালায় পড়ে প্রাণহানি ঘটছে। ডেঙ্গুর মওসুম এখনো চলছে, বছর শেষ হতে চার মাসের বেশি বাকী। ডেঙ্গুর অবাঞ্চিত শিকার হয়ে ইতোমধ্যে অনেক মানুষের প্রাণ সংহার ঘটেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী সংসদের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআজ দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও জেয়াফত অনুষ্ঠান