সভ্যতার কাছে সমর্পণ করবে

রেজাউল করিম | শনিবার , ৬ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সভ্যতার পথরেখা থেমে নেই। সময়ে পৃথিবীর সবকিছু দ্রুত চোখের পলকে অবিশ্বাস্য রকম পাল্টে যায়। ক’বছর আগে অতিমারির কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে; যতসব লোমহর্ষক ও অমানবিক ঘটনার স্মৃতি চোখের সামনে ভেসে আসে। তবু মানুষ মানে ‘আশরাফুল মাখলুকাত’ অর্থাৎ সৃষ্টির সেরা জীব। এখনও যুদ্ধ চলছে পৃথিবীর দেশে দেশে, যুদ্ধ চলছে রুশইউক্রেনে, ভোলগাদানিপার নদীর জল রক্তে লালে লাল হচ্ছে। স্কাড, মিসাইলের তাণ্ডব চলছে। যুদ্ধের খেসারত দিচ্ছে সারা পৃথিবী, কেউ কেউ যুদ্ধের দামামার আড়ালে হচ্ছে আঙুল ফুলে কলাগাছ, বোমার বিস্ফোরণে আকাশ হচ্ছে বিদীর্ণ, শরণার্থী শিবিরে অসহায় মানুষের দীর্ঘশ্বাস বাড়ে, তবু যুদ্ধ থেমে নেই।

এই তো সেদিন করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র বিশ্বমানবতার আহাজারিতে আকাশ থেকে পাতাল কেঁদেছিলো। করোনা শেষ পর্যন্ত সভ্যতার কাছে সমর্পণ করতে বাধ্য হয়। যুদ্ধ কি একদিন সভ্যতার কাছে সমর্পণ করবে? হ্যাঁ, যারা যুদ্ধ যুদ্ধে ধ্বংসের হোলিখেলায় মত্ত, তারা তো একদিন রণক্লান্ত হবে, ততক্ষণে যা হবার তা হবে, একদিন সব দানবীয় শক্তি সভ্যতার কাছে সমর্পণ করবে।

পূর্ববর্তী নিবন্ধমনে আছে মা
পরবর্তী নিবন্ধএক ম্যাচে হেরেই সিরিজ হারল টাইগার নারীরা