বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুটি ধারাস বিভক্ত। সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষা। আবার মাদরাসা শিক্ষার মধ্যে কওমী ও আলীয়া শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলোকে বাধ্যতামূলক করে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় করতে পারলেই কেবল খোদাভীরু আদর্শবান সুনাগরিক তৈরি হবে।
মাওলানা নূরী গত ২৭ জানুয়ারি সাতকানিয়া উপজেলার পুরানগর শাহ্ সরফুদ্দীন (রহ🙂 দাখিল মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন। মো. শাহজাহান সিরাজীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা আরো বলেন, রাসুলে করিম (সঃ) জ্ঞান অর্জনকে মুসলিম নর–নারীর উপর ফরজ কাজের অন্তর্ভূক্ত করে দিয়েছেন।
মাহফিলে উপস্থিত ছিলেন এ এইচ এম আজাদ চৌধুরী, এফ এম আতাউল ইসলাম, মাওলানা জহুর আহমদ চৌধুরী, মাওলানা কামাল উদ্দীন, ক্বারী আবদুস সবুর, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মাকসুদ আহমদ, মাওলানা ইলিয়াছ আজাদ, মাওলানা খায়ের আহমদ, মাওলানা নাজিম উদ্দীন প্রমুখ। মাহফিলে হেফজ খানার তিনজন ছাত্রকে দস্তারবন্দী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।