সভাপতিসহ ১১ পদে বিএনপি-জামাত ও সম্পাদকসহ ৬ পদে সরকারপন্থীরা জয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। এতে ১৭টি পদের মধ্যে বিএনপি-জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সভাপতিসহ ১১ পদে এবং সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬ পদে জয়ী হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ও চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৭৩০ ভোটারের মধ্যে ৬৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল অনুযায়ী বিএনপি-জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন-২, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট নুরুল আজিম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নুরু রশিদ, সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট আবুল আলা, অ্যাডভোকেট ছব্বির আহমদ, অ্যাডভোকেট নুরুল মোর্শেদ আমিন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট রাবেয়া সোলতানা।
সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম জিয়াউদ্দিন (পুর্ননির্বাচিত), সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট এরশাদ উল্লাহ সিকদার এবং সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট একরামুল হুদা, অ্যাডভোকেট সফা বিনতে আবদুল্লাহ (ছবাহ) ও অ্যাডভোকেট বেদারুল আলম।
ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান, সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও অ্যাডভোকেট মুহাম্মদ বাকের, কমিশনার অ্যাডভোকেট নুর উল আলম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট ফরিদ আহামদ ও অ্যাডভোকেট সিরাজ উল্লাহসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচাচাতো ভাইয়ের রডের আঘাতে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন আক্রান্ত ৮২