সভাপতি পদে ৪২ সাধারণ সম্পাদকে ৩৩ প্রার্থী

কেন্দ্র থেকেই ঘোষণা হবে পূর্ণাঙ্গ কমিটি উৎসব মুখর পরিবেশে নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বৃষ্টিস্নাত সকাল থেকে সন্ধ্যা, বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে ৪২ জন নেতাকর্মী নিজেদের সভাপতি প্রার্থী হিসেবে এবং ৩৩ জন সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দিয়ে ফরম পূরণ করেন।
সভাপতি পদ প্রত্যাশী কয়েকজন হলেন : দেবাশীষ নাথ দেবু, আবুল হাসনাত বেলাল, সাদেক হোসেন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, আজিজুর রহমান, হাসান মুরাদ চৌধুরী, আজিজ মিছির, মো. মইনুর রহমান, মো. শাহেদ আলী রানা, ওসমান গনি, আবু সাঈদ সুমন, এডভোকেট মো. তসলিম উদ্দিন, মইনুল হাসান, জসীম উদ্দিন, মো. নুরুল কবির, মো. সালাউদ্দিন, মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ, আজাদ খান অভি, সমীর দস্তগীর, সিরাজুল ইসলাম প্রমুখ।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী কয়েকজন হলেন: সুজিত দাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মাহবুব এলাহী, সাইফুদ্দিন সান্টু, মো. সালাউদ্দিন, আবদুল হান্নান, মো. আলী চৌধুরী, হেলাল উদ্দিন, দেবাশীষ আচার্য, আজাদ খান অভি, আবদুর রশীদ লোকমান, হোসেন চৌধুরী সাদ্দাম, আবদুল আজিজ, আজিজুর রহমান আজিজ, ইমাম হোসেন, মহিউদ্দিন ইসলাম সোহেল, আনোয়ারুল ইসলাম, শাহ আলম প্রমুখ।
সকাল ১০টায় পূর্ব নির্ধারিত সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে ১১টায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয়। সম্মেলনকে কেন্দ্র করে আগের দিন থেকেই লালখান বাজার মোড়ের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনসহ আশেপাশের পুরো এলাকা, স্টেডিয়ামের চারপাশ, কাজির দেউড়ি, লাভ লেইন, জামালখান মোড়সহ পুরো এলাকা ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে।
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে সম্মেলনস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনসহ আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৫০ কাউন্সিলর এবং ২৫০ ডেলিগেট ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, প্রবীণ এবং নবীনের সমন্বয়ে চট্টগ্রামে একটি শক্তিশালী কমিটি উপহার দেব।
এ সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীদের কেন্দ্র নির্ধারিত ফরম পূরণ করতে বলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। তিনি ২০ মিনিট করে সময় বেঁধে দেন। প্রথমে সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের ফরম পূরণ করতে বলেন। এরপর সভাপতি পদে আগ্রহীদের কেন্দ্রের নির্ধারিত ফরম পূরণ করতে বলেন। আগ্রহীরা ফরম পূরণ করে কেন্দ্রীয় নেতাদের হাতে জমা দেন। পরবর্তীতে নিজেদের মধ্যে সমঝোতার জন্য ২০ মিনিট সময় দেওয়া হয়। সভাপতি পদ থেকে হুমায়ুন নামে একজন প্রত্যাহার করে নেন। বাকিরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নেবেন বলে কেন্দ্রীয় নেতাদের প্রতি আস্থা ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্ব কাউন্সিলর অধিবেশন পরিচালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।

পূর্ববর্তী নিবন্ধরাতে বৃষ্টি দিনে ভোগান্তি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের হার ১৬.০২