সবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যাব

ফটিকছড়িতে উপদেষ্টা ফারুক-ই-আজম

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকআজমের সাথে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এতে ফটিকছড়িতে সামপ্রতিক বন্যার ভয়াবহতায় রাস্তাঘাট, ব্রীজকালভার্ট এবং মানুষের বাড়িঘরসহ শতশত একর আমন ধানের চাষ ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হয়। পরে উপদেষ্টা চলমান সার্বিক পরিস্থিতির উত্তোরণে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রতিনিধি দলকে। তিনি বলেনসবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যাব, দেশকে সাজাতে সবার সহযোগিতা প্রয়োজন। একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে এ দেশ হবে উন্নত ও সমৃদ্ধশালী।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি বাবু অঞ্জন কুমার বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি লায়ন প্রশান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া (অপূর্ব), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অসীম বড়ুয়া, সিটু বড়ুয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে বিভিন্ন সংগঠন
পরবর্তী নিবন্ধদাম্ভিকতা ও লুটপাটের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে