পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষ বুদ্ধিমান, মেধাবী ও মননশীল প্রাণী। আমাদের এই সভ্যতার জনক হচ্ছে মানুষ। মানুষকে সেরা জীব ব্যক্ত করার কারণ হচ্ছে মানুষের বিবেক-বুদ্ধি, চিন্তাধারা, ভাবনা। যা অন্য প্রাণীদের মধ্যে মহান সৃষ্টিকর্তা দেননি। বিবেক বুদ্ধির মাধ্যমে মানুষ ভালোমন্দ বিচার করতে পারে কিন্তু অন্য প্রাণীরা তা পারে না। কিন্তু কিছু মানুষ বিবেক বুদ্ধিহীন কাজ করে। যা থেকে বুঝা যায় যে, মানুষ শুধু সত্য পথে নয় অসত্য পথেও চলে। অর্থ প্রাচুর্য অর্জন করার জন্য অমানবিক কৌশল অবলম্বন করে। অসত্যের কারণে জাতিতে জাতিতে চলে বিদ্বেষ, চলে রক্তারক্তি। জ্ঞানহীন মানুষের মতো কাজ করে। কথায় বলা হয় যে,‘জ্ঞানহীন মানুষ পশুর সমান’। জ্ঞান, বিবেক, বুদ্ধি না থাকলে মানুষকে যথার্থ মানুষ বলা যায় না। সমাজে জ্ঞানহীন মানুষকে পশুর সমান বলে বিবেচনা করা হয়। মহাকবি চণ্ডীদাসের অমর বাণীটি আজকের সমান সত্য। সকল যুগ, সকল দেশের জন্যই সত্য। মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন ধরণীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই মানুষই পারবে পৃথিবীকে সমুজ্জ্বল এবং আলোকিত করতে। পারবে সত্য পথে চালাতে। আবার এই মানুষই পারে পৃথিবীকে ধ্বংস করতে এবং অসৎ পথে চালনা করতে। তাই পরিশেষে বলা যায় যে, পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে সকল অশুভ বৈষম্যগুলোকে দূর করে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বাণীকে শাশ্বত সত্যে প্রতিষ্ঠিত করতে হবে।