সবার আগে অনুশীলনে হাজির মুশফিক

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

মাঠের এক প্রান্তে অনুশীলন করছেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। তখনও বাংলাদেশ দলের কেউ মাঠে আসেননি। কিন্তু সবার আগেই মাঠে হাজির মুশফিকুর রহিম। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা ঘুচাতেই কিনা আগেভাগেই মাঠে মুশি। সতীর্থরা না থাকলেও প্রায় এক ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। বরাবরের মত বাংলাদেশের জন্য পয়া ভেন্যু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। এদিকে, দুপুর দেড়টায় মাঠে আসে বাংলাদেশ দল। হালকা ওয়ার্মআপ শেষে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলা টাইগার্সের প্রতিপক্ষ আজ ডেকান গ্লেডিয়েটর্স
পরবর্তী নিবন্ধটেস্টের প্রস্তুতিতে ঘাম ঝরালো বাংলাদেশ এবং পাকিস্তান