সবসময় উদ্ভাবনী প্রযুক্তিকে স্বাগত জানায় ডায়মন্ড সিমেন্ট : লায়ন হাকিম আলী

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী বলেছেন, সবসময় উদ্ভাবনী প্রযুক্তিকে স্বাগত জানায় ডায়মন্ড সিমেন্ট। যার বড় উদাহরণ ডায়মন্ড সিমেন্ট কোস্টাল প্লাস। তিনি গতকাল সোমবার মাঝিরঘাট এলাকায় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের অফিসে ডায়মন্ড সিমেন্ট কোস্টাল প্লাসের ৯ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন।

হাকিম আলী আরো বলেন, আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিবেশবান্ধব, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সিমেন্ট উৎপাদনে কাজ করছি। আধুনিক কারখানায় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উৎপাদন হচ্ছে। গুণগত মান বজায় রাখতে ও উৎপাদনদক্ষতা বৃদ্ধি করতে আমাদের কর্মীরা সব সময় তৎপর। পাশাপাশি আমরা গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন উপকরণ ও পদ্ধতি আবিষ্কার করছি। ডায়মন্ড সিমেন্ট ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি আরো বাড়িয়ে উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও বাজার সমপ্রসারণের ওপর জোর দিচ্ছে বলেও জানান তিনি। এতে বক্তব্য রাখেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (মার্কেটিং ও লজিস্টিক) আব্দুল্লাহ আল ফরহাদ, পরিচালক (ফাইন্যান্স) এবিএম কামাল উদ্দীন, পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা, জিএম (একাউন্টস) মনির হোসেন, জিএম আব্দুর রহিম, আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সিনিয়র ডিজিএম (একাউন্টস) আবদুল হান্নান, ডিজিএম (সেলস) মোহাম্মদ কামরুজ্জামান, এজিএম (একাউন্টস) ইফতেখার আহমেদ, এজিএম (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, আহসান হাবীব, মো. মহসিন, শিহাব উদ্দীন হায়দার সেলিম, শেখ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন মাকসুদ আলম আলমদার আলী, আয়মান আজগরী, মো. জসীম উদ্দীন, আবুল বশর তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ও সিএনআরডির সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ