বেড়েই চলেছে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকায়। এছাড়া বেড়েছে মুরগি ও মাছের দাম। তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার।
গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউড়ি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া পটল ৫০–৬০ টাকা, ঢেঁড়স ৬০–৬৫ টাকা, কচুর লতি ৫০–৬০ টাকা, পেঁপে ২০–২৫, আলু ৫০–৫৫ টাকা, বরবটি ৯০–১১০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়। এছাড়া দেশি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা ও ভারতীয় টমেটো ১০০ টাকায়। অপরদিকে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকায়। এছাড়া শিম ১৬০ থেকে ১৮০ টাকা, কাকরল ৭০–৮০ টাকা, চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকায় এবং মিষ্টি কুমড়া কাঁচা বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং পাকা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মো. আজম বলেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম। তাই দাম একটু বাড়তি। এছাড়া চট্টগ্রামের স্থানীয় উপজেলাগুলো থেকেও সবজির সরবরাহ কমে গেছে।
এদিকে মাছের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে ইলিশ বিক্রি হচ্ছে আকারভেদে প্রতি কেজি ৯০০ টাকা থেকে ১৬শ টাকা পর্যন্ত। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়, কাতলা মাছ ৪০০ থেকে ৫০০ টাকায়, চিংড়ি মাছ ৯০০ থেকে ১০০০ টাকা, কাচকি মাছ ৪০০ থেকে ৪৫০, টেংরা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৫০, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, পাঙ্গাস মাছ ২০০–২৫০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০–২৩০ টাকা এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৫৫০–৬৫০ এবং লইট্টা মাছ বিক্রি হচ্ছে ২২০–২৩০ টাকায়।
বেটারি গলি বাজারের মাছ বিক্রেতা সৈয়দ নুর বলেন, বাজারে মাছের সরবরাহ সংকট রয়েছে। তাই সব ধরনের মাছের দাম ২০–৫০ টাকা বেড়ে গেছে।
অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০–১৮৫ টাকা, দেশি মুরগি ৫০০–৫৫০ টাকা এবং গরুর মাংস ৭৫০–৮০০ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৫০–১৬০ টাকা।