সবজির বাজারে উত্তাপ জাহেদুল কবির

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:০৮ পূর্বাহ্ণ

বেড়েই চলেছে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকায়। এছাড়া বেড়েছে মুরগি ও মাছের দাম। তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার।

গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউড়ি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া পটল ৫০৬০ টাকা, ঢেঁড়স ৬০৬৫ টাকা, কচুর লতি ৫০৬০ টাকা, পেঁপে ২০২৫, আলু ৫০৫৫ টাকা, বরবটি ৯০১১০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫০৬০ টাকায়। এছাড়া দেশি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা ও ভারতীয় টমেটো ১০০ টাকায়। অপরদিকে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১৪০১৫০ টাকায়। এছাড়া শিম ১৬০ থেকে ১৮০ টাকা, কাকরল ৭০৮০ টাকা, চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৪০৫০ টাকায় এবং মিষ্টি কুমড়া কাঁচা বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং পাকা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মো. আজম বলেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম। তাই দাম একটু বাড়তি। এছাড়া চট্টগ্রামের স্থানীয় উপজেলাগুলো থেকেও সবজির সরবরাহ কমে গেছে।

এদিকে মাছের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে ইলিশ বিক্রি হচ্ছে আকারভেদে প্রতি কেজি ৯০০ টাকা থেকে ১৬শ টাকা পর্যন্ত। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়, কাতলা মাছ ৪০০ থেকে ৫০০ টাকায়, চিংড়ি মাছ ৯০০ থেকে ১০০০ টাকা, কাচকি মাছ ৪০০ থেকে ৪৫০, টেংরা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৫০, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, পাঙ্গাস মাছ ২০০২৫০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০২৩০ টাকা এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৫৫০৬৫০ এবং লইট্টা মাছ বিক্রি হচ্ছে ২২০২৩০ টাকায়।

বেটারি গলি বাজারের মাছ বিক্রেতা সৈয়দ নুর বলেন, বাজারে মাছের সরবরাহ সংকট রয়েছে। তাই সব ধরনের মাছের দাম ২০৫০ টাকা বেড়ে গেছে।

অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০১৮৫ টাকা, দেশি মুরগি ৫০০৫৫০ টাকা এবং গরুর মাংস ৭৫০৮০০ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৫০১৬০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধদুদিনে ছয়বার সংঘর্ষে জড়াল ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি চলবে আজ