চট্টগ্রামে সম্প্রতি ভারি বৃষ্টিপাতের জেরে অস্বাভাবিকভাবে বাড়ছে সবজির বাজার। কয়েকটির সবজির দাম কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলো থেকে নগরীতে প্রচুর পরিমাণ সবজি আসতো। এখন বন্যার কারণে সরবরাহ একদম বন্ধ। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকেও সবজি আসা কমে গেছে। তাই দাম বাড়তি। গতকাল নগরীর কাজীর দেউরি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি কেজি বরবটির দাম ৪০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া চিচিঙ্গার দাম কেজি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা। পটল কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ঢেঁড়স কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, কচুর লতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অপরদিকে কাকরল কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, লাউ কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা, মিষ্টি কুমড়া কাঁচা বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৬০ টাকা এবং পাকা বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৫০ টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে কয়েকটি সবজি। এরমধ্যে আলু ৪৫ টাকা, শসা ৫০ টাকা, দেশী টমেটো ২৪০ টাকা ও কাঁচা মরিচ
১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কাজীর দেউরি বাজারের সবজি বিক্রেতা মো. আজম বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ অর্ধেকে নেমে গেছে। তাই দামও বেড়েছে বেশি।
এদিকে মাছের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, কাতলা মাছ ৪২০ থেকে ৪৫০ টাকায়, চিংড়ি মাছ ৯০০ থেকে ৯৫০ টাকা, কাচকি মাছ ৪০০ থেকে ৪৫০, এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৫৫০–৬৫০ টাকায়। এছাড়া ইলিশ মাছ ৯০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৩০, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০–১৯০ টাকা এবঙ তেলাপোয়া মাছ ২২০–২৫০ টাকায়।
বেটারি গলি বাজারের মাছ বিক্রেতা সৈয়দ আলী বলেন, বৃষ্টির কারণে মাছের সরবরাহ কম। তাই দাম কিছুটা বেশি। তবে বেচাবিক্রিও কম।
অন্যদিকে বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০–১৮৫ টাকায়, মুরগির ডিম ডজনপ্রতি দাম ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে স্থিতিশীল রয়েছে দেশী মুরগি ও গরুর মাংসের দাম। বর্তমানে দেশি মুরগি ৫০০–৫৫০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০–৮০০ টাকায়।