সবজি ভর্তি পিকআপে করে মদ পাচারের সময় ৫০ লিটার মদসহ পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আশরাফুল ইসলাম (২৫)। গত শনিবার রাত ১টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড়স্থ গ্যাস পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড়স্থ গ্যাস পাম্পের সামনে নাম্বারবিহীন একটি সবজি ভর্তি পিকআপ আটক করে স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপে তল্লাশি চালিয়ে সবজির আড়ালে পাচারকালে দেশীয় তৈরী ৫০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এসময় পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া রামপুর এলাকার মৃত সোলতান আহমদের পুত্র পিকআপ চালক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। একই সাথে মদ পরিবহনের দায়ে পিকআপটিও জব্দ করে পুলিশ। একই রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে চন্দনাইশ পৌরসভার বটতল এলাকা থেকে ফৌজদারী কার্যবিধির আইনের ১৫১ ধারার ২ আসামিকে গ্রেপ্তার করে। উত্তর হাশিমপুর এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ (২৪) এবং মোস্তাক আহমদের ছেলে মো. হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সবজির আড়ালে মদ পাচারের সময় ৫০ লিটার পাহাড়ি চোলাইমদসহ ১ জন গ্রেপ্তারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়।