সব শিশু দু’বেলা দুমুঠো পেট পুরে খাক

পাপন বড়ুয়া | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

আমি শ্রমজীবী মানুষ। শিফটিং ডিউটি করি তাই প্রতিটি সকালের আয়েশি ঘুমের সুযোগ নেই। এক সকালে ডিউটিতে যাওয়ার সময় একটা ছোট ছেলে কাঁধে পান-সিগারেটের ট্রে নিয়ে আমার দিকে এগিয়ে এলো, মনে করেছিলাম সে আমাকে তার হ্যাপি কাস্টমার হিসেবে নির্বাচিত করেছে (যদিও আমি এইধরনের সুপার শপ থেকে শপিং করিনা)। কাছে এসে বললো-স্যার আপনি কি এই পথ দিয়ে যাবেন? হ্যাঁ। কেন? সামনে কুকুর, আমার ভয় লাগছে। আমি নিজেও কুকুরকে ভয় পেলেও তাকে বুঝতে দিলাম না, বীরদর্পে এগিয়ে গেলাম। টুকটাক দুয়েকটা কথা বললাম। দিনে তার বিক্রি ৮০০/১০০০ টাকা। তুমি কি সিগারেট খাও? জোর দিয়ে বললো না। তার নিষ্পাপ চেহারা দেখে কথাটি বিশ্বাস করলাম। তাকে কোন দায়িত্বশীল (?) প্রশ্ন করার সাহস পেলাম না যেমন, তুমি ক্ষতিকর পণ্যের ব্যবসা কেন কর? পড়াশোনা করো না কেন? ইত্যাদি, ইত্যাদি। শুধুই ছোট্ট একটা পরামর্শ দিয়েছিলাম -এই ক্ষতিকর জিনিস তুমি কখনো খাবে না। শুধুই প্রার্থনা-পৃথিবীর সব শিশুরা যেন দু’বেলা দুমুঠো পেট পুরে খেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআমার পতাকা
পরবর্তী নিবন্ধদুঃখটাকে দিলাম ছুটি