যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ফেডারেশনকে একটি অভিযোগ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদে তা পাঠাতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই কমিটি হতে হবে পাঁচ সদস্যের, যেখানে অন্তত তিনজন থাকতে হবে নারী সদস্য। হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের ১৪ মে তারিখের ‘শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা ২০০৯’ শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী এই অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোনো ভুক্তভোগী এই কমিটির মাধ্যমে প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দাখিলের সুযোগ পাবেন। সমপ্রতি ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলার পর ক্রিকেট ও অন্যান্য খেলায় এই ধরনের হয়রানির নানা ঘটনা ও অভিযোগ বেরিয়ে আসছে একের পর এক। দেশের ক্রীড়াঙ্গনে এসব নিয়ে চলছে তোলপাড়। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেটি নিয়ে আছে অনেক প্রশ্ন। ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ কমিটি গঠন না করায় সমালোচনাও হচ্ছে অনেক। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষা নীতিমালা না থাকার ব্যাপারটিও আলোচিত হচ্ছে বেশ। এর মধ্যেই এক কমিটি গঠনের নির্দেশ এলো।












