সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই

কঠিন চীবর দান অনুষ্ঠানে মেয়র

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক হতে হবে। আমি এমন একটি চট্টগ্রাম গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ নির্ভয়ে, নিরাপদে ও সমপ্রীতির বন্ধনে বাস করতে পারবে। এটি হবে প্রকৃত অর্থে শান্তির শহর। তিনি গত ১০ অক্টোবর অক্সিজেন ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের শহর। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই এ নগরে বহু বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। এই ঐতিহ্য আমাদের সবচেয়ে বড় শক্তি। সামপ্রদায়িক সমপ্রীতির এই মেলবন্ধন রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের গৌরবও। অনুষ্ঠানে পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, ডা. জীবক চাকমা, রূপানন্দ ভিক্ষু, অধ্যাপক ড. রঞ্জিত বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আর্কের কর্মশালা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী শাহ আমানত (র:) সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন