সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে চলতি বছরের জুলাই–ডিসেম্বর সময়ের জন্য নতুন হার নির্ধারণ করেছে সরকার। তাতে মুনাফার সর্বোচ্চ হার ধরা হয়েছে প্রায় ১১ দশমিক ৯৮ শতাংশ, আর সর্বনিম্ন হার হবে ৯ দশমিক ৭২ শতাংশ। এতদিন মুনাফার সর্বনিম্ন হার ১০ দশমিক ১৩ শতাংশ ও সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ ছিল। অবশ্য ওয়েজ আর্নার ডেভোলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব–এই চার ধরনের স্কিমে বিদ্যমান মুনাফার হার বহাল থাকবে।
এর আগে সবশেষ গত জানুয়ারি মাসে ছয় মাসের জন্য মুনাফার হার ঘোষণা করা হয়েছিল। সরকার প্রতি ছয় মাস অন্তর অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী মুনাফার নতুন হার ঠিক করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সোমবার প্রজ্ঞাপন জারি করে। আগামী ছয় মাসে যারা নতুন সঞ্চয়পত্র কিনবেন, তাদের ক্ষেত্রে মুনাফার নতুন হার প্রযোজ্য হবে। তাবে আগে যারা সঞ্চয়পত্র কিনে রেখেছেন, তাদের ক্ষেত্রে ক্রয়কালীন সুদহার প্রযোজ্য হবে। একক বা যৌথভাবে সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগে মুনাফার এক ধরনের হার নির্ধারণ করা হয়েছে। আর তার চেয়ে বেশি, অর্থাৎ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে অপেক্ষাকৃত কম সুদ দেবে সরকার। খবর বিডিনিউজের।