জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের প্রত্যেকটি দেশকে ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করার আহ্বান জানিয়েছেন। প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স এ সম্মেলনটির আয়োজন করে, জানিয়েছে বিবিসি। কার্বন নিঃসরণ কমাতে চীনের সামপ্রতিক প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনকে ফের চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন এ সম্ভাবনায় প্যারিস চুক্তি নিয়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে তাকে আরও গতি দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সম্মেলনে গুতেরেস এ আহ্বান জানান। খবর বিবিসির।
সম্মেলনে প্রায় ৭০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার অংশ নিয়েছে। তাড়াতাড়ি জীবাশ্ম জ্বালানির শেষ করার মতো নতুন কোনো ‘যুগান্তকারী’ নীতিমালার চেয়ে আগের প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ কিংবা ২০২১ সালের শেষদিকে গ্লাসগোতে হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনার আগে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তাদের অধিকাংশ।
প্যারিস চুক্তির পর অস্ট্রেলিয়া ও ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থেকে শুরু করে হিমশৈল ধসে পড়াসহ জলবায়ু পরিবর্তনজনিত একের পর এক সংকট সামনে আসেছে। এ পরিস্থিতিতে পরিবেশ নিয়ে বিজ্ঞানীদের সতর্কতা মানতে বিশ্বব্যাপী নেতারা জনমতের চাপে আছেন। সম্মেলনের সহ-আয়োজক যুক্তরাজ্য শুক্রবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনরোধে নতুন ও সুস্পষ্ট একটি প্রতিশ্রুতি দিয়ে পরিবেশকর্মীদের বাহবা কুড়িয়েছে। নতুন ওই প্রতিশ্রুতিতে যুক্তরাজ্য বলেছে, তারা দেশের বাইরের জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোতে সরাসরি সরকারি সহযোগিতা বন্ধ করে দেবে। তেল ও গ্যাস কোম্পানিগুলোকে সহায়তা বন্ধে জি-৭ ভুক্ত অন্য দেশগুলোর উপর চাপ প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্যের এ পদক্ষেপের প্রশংসা করছেন পরিবেশকর্মীরা।
সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশে ‘কয়লাভিত্তিক বিদ্যুৎ থাকবে না’ প্রতিশ্রুতি দিয়ে প্রশংসিত হলেও চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটিতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানানোর বিদ্যমান পরিকল্পনার ভবিষ্যৎ স্পষ্ট করেননি। আর্জেন্টিনা, বারবাডোস, কানাডা, কলম্বিয়া, আইসল্যান্ড, পেরুসহ ১৫টি দেশ তাদের আগের প্রতিশ্রুতির চেয়েও বেশি পরিমাণ কার্বন নিঃসরণ হ্রাসের অঙ্গীকার করেছে বলে বিবৃতিতে জানিয়েছে সম্মেলনের আয়োজক জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স।