সব ওয়ার্ড-ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি

পেশাজীবী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

সরকারি উদ্যোগে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে চট্টগ্রামের পেশাজীবী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ থেকে। সমাবেশ থেকে মামুনুল-বাবুনগরীর বিচারের দাবি জানানো হয়। বক্তারা হেফাজত আমীর আল্লামা শফির মৃত্যুর নেপথ্যে তার অনুসারীদের কোন পক্ষের হত্যা উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান। সমাবেশ প্রতিবাদী গান, আবৃত্তি পরিবেশিত হয়।
পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াডের যৌথ উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। নাট্যজন সাইফুল আলম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সাংবাদিক মোস্তাক আহমদ, প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ম. সাইফুল আলম চৌধুরী, মোসলেম উদ্দিন সিকদার, চট্টগ্রাম আবৃত্তি জোটের আব্দুল হালিম দোভাষ, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, নৃত্য শিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, সুমন দেবনাথ প্রমুখ।
শুরুতেই সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায় ও জয়ন্ত লালা, শিল্পী আলাউদ্দিন তাহের, শ্রেয়শী রায়, দীপেন চৌধুরী, শামসুল হায়দার তুষার। আবৃত্তি পরিবেশন করেন মিলি চৌধুরী, জাবেদ হোসেন, কংকন দাশ, মুজাহিদুল ইসলাম। বঙ্গবন্ধুর ভাষণ তুলে ধরেন শিশুশিল্পী অনন্য বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের পিঠে নামল চীনের চন্দ্রযান
পরবর্তী নিবন্ধপুটিবিলায় ডাম্প ট্রাক পিকআপ সংঘর্ষে আহত ২