বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব অর্থনৈতিক সংস্কার করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গতকাল সোমবার খালেদা জিয়ার স্মরণে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এবং এই দায়িত্ব তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। খবর বাংলানিউজের।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ব্যক্তিখাত ও প্রাইভেট খাতে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, তা খালেদা জিয়া ধারণ করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। শুধু গণতন্ত্রে নয়, অর্থনীতিতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশে তার বৈদেশিক নীতি দেশকে সবার কাছে এগিয়ে নিয়ে গেছে। আমীর খসরু বলেন, মৃত্যুর ৮–৯ বছর আগে খালেদা জিয়া দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন।
ভিশন ২০৩০ ঘোষণা ও তারেক রহমানের সঙ্গে ৩১ দফা প্রণয়নের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতি কীভাবে শক্তিশালী করা যায়, তা তুলে ধরা হয়েছিল। তিনি যোগ করেন, যে বিষয়গুলো প্রাইভেট সেক্টরে প্রয়োগ প্রয়োজন, সেগুলো বিএনপি ক্ষমতায় গেলে প্রাইভেটাইজেশন করা হবে। সরকারি–বেসরকারি সব প্রতিষ্ঠানকেই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করেছেন খালেদা জিয়া।












