বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাক্টর এসোসিয়েশনের উপদেষ্টা সফিউল আজম মন্টু ৬৫ বছর বয়সে গতকাল ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের অকাল মৃত্যুতে কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন হীরন, সাধারণ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর শোক প্রকাশ করেন। বাদ আছর হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদস্থ হিম্মত মহুরী বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










