বিল্ডিং ম্যাটেরিয়্যালস অ্যান্ড কেমিক্যালস (বিএমসি) গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল খালেক পারভেজ বলেছেন, সফল ব্যবসায়ী হতে হলে সততার সাথে ব্যবসা করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব। ক্রেতাদের সাথে সুন্দর ও ভাল আচরণ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। ব্যবসার মাধ্যমে ক্রেতাগণ যেন সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন হতে হবে।
গতকাল কোটবাড়ীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে বিএমসি গ্রুপের দিনব্যাপী ফ্যামিলি টাইমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিল্ডিং ম্যাটেরিয়্যালস অ্যান্ড কেমিক্যালস (বিএমসি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিল্ডিং ম্যাটেরিয়্যালস অ্যান্ড কেমিক্যালস (বিএমসি) গ্রুপের চেয়ারম্যান আবদুল খালেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী, বিবি সী ফুডের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী রনি। বিশেষ অতিথির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন, ব্যবসায়ী সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই, পরিশ্রমই সাফল্যের একমাত্র উপায়। পরিশ্রম ছাড়া সফলতার অন্য কোনো পথ নেই। নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে পরিশ্রম অবশ্যই করতে হবে এবং সেই পরিশ্রমই আপনাকে সফল করবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এলাকায় ফুটবল খেলা ও মহিলাদের চেয়ার প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলা আয়োজনে অনুষ্ঠিত ফ্যামিলি টাইম অনুষ্ঠানে খেলাধুলায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।