সন্ধ্যা মুখোপাধ্যায় যার কণ্ঠ জড়িয়ে বাঙালির অবিস্মরণীয় এক দিনে

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

দিনটি ছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি, বাঙালির জন্য অবিস্মরণীয় এক দিন। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যুক্তরাজ্য থেকে ভারত হয়ে মুক্ত বাংলাদেশে ফিরেছিলেন বাঙালির মুক্তিসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও জাতির পিতাকে না পেয়ে তাতে যে অপূর্ণতা ছিল, তা পূর্ণতা পেল ১০ জানুয়ারি। বাংলাদেশের জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিক্ষণের ধারা বর্ণনা দেওয়া হচ্ছিল কলকাতার বেতার আকাশবাণী থেকে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ওই ধারা বর্ণনার মধ্যেই অসাধারণ আবেগময় কণ্ঠে ইন্দ্রধনু ছড়িয়েছিলেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, যাতে বাঙময় হয়ে উঠেছিল বাঙালির মনের কথা।
‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় তুমি আজ’ বাংলাদেশের গৌরবময় বিজয়গাথার অনুরণন হয়ে ইতিহাসে ঠাঁই করে নেওয়া সেই গানটি লিখেছিলেন আবিদুর রহমান, সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। গতকাল মঙ্গলবার পৃথিবী ছেড়ে চলে গেছেন কিংবদন্তি শিল্পী সন্ধ্যা; মুজিববর্ষের সূচনা লগ্নে দুই বছর আগে কলকাতায় বাংলাদেশ মিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্ধ্যা বলেছিলেন সেই গানটির কথা। তিনি বলেছিলেন, ১৯৭২ সালে (বঙ্গবন্ধুর) সংবর্ধনা অনুষ্ঠানে আমার দুটো গান রেকর্ড করেছিলাম গ্রামোফোন কোম্পানিতে। সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত আর গীতিকার ছিলেন বাংলাদেশের একজন কবি। বাংলাদেশের জাতির পিতার সংগ্রামমুখর জীবন স্মরণ করে এই শিল্পী বলেন, কত গভীরভাবে দেশকে ভালোবাসলে, ভাষাকে ভালোবাসলে- তবে এইভাবে লড়াই করা যায়। ইতিহাসে এ লড়াইয়ের কথা লেখা থাকবে। যুগ যুগ ধরে এ কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে উদ্বাস্তু বাঙালিদের জন্য অর্থ সংগ্রহে যোগ দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। খবর বিডিনিউজের। একাত্তরের স্মৃতি হাতড়ে সেসব কথা বলার পাশাপাশি রাজনৈতিক কারণে বাঙলা ভাগ হলেও দুপারের বাঙালি যে আত্মার বন্ধনে আবদ্ধ, নিজের সেই উপলব্ধির কথাও বলেছিলেন তিনি। ‘আমার ভীষণভাবে মনে হয়, কারণ এখন আমরা বলি- বাংলাদেশ প্রতিবেশী দেশ। কিন্তু আমরা তো একসঙ্গে ছিলাম! আর আমার বলবার বিষয় এটাই যে আমার বাংলাদেশের ভাইবোন সবাইকে সশ্রদ্ধ প্রণাম। মঙ্গলকামনা ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের এ পরমহৈতিষী শিল্পীকে আমন্ত্রণ জানানো হলে বয়স ও অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তবে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে যে তার গান বাজানো হয়েছিল, তা নিয়ে এবং তাকে স্মরণ করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতেও ভোলেননি সন্ধ্যা মুখোপাধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধরিকশাভ্যানে চেপে কোথায় যাচ্ছেন তারা?
পরবর্তী নিবন্ধবনানী থানায় জিডি