বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে উদযাপিত হল সন্ধানীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। মানবসেবার ব্রত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান; যার পুরস্কারস্বরূপ ঝুলিতে যোগ হয়েছে স্বাধীনতা পদকের মত সম্মান। দিবসের প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানীর উপদেষ্টামণ্ডলী এবং সদস্যগণ। কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন, হেপাটাইটিস বি ও টাইফয়েড ভ্যাক্সিনেশন কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শহরের বিভিন্ন স্থানে মোটিভেশন প্রোগ্রামের আয়োজন। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।