দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সন্দ্বীপের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র পথ সন্দ্বীপ চ্যানেল চট্টগ্রাম ও সন্দ্বীপের নৌরুটে থাকা কুমিরা–গুপ্তছড়া ঘাট। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ আনাসহ বিগত কয়েক বছরে সন্দ্বীপের ব্যাপক উন্নয়ন দেখা গেলেও মূল ভূখণ্ডে যাওয়ার একমাত্র নৌপথ যেন প্রাচীন যুগের মতোই রয়ে গেছে। এ নৌপথের এখনো কোনো সুফল মেলেনি। সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার ৭টি ফেরিঘাট থাকলেও সচল রয়েছে কুমিরা–গুপ্তছড়া ফেরিঘাট। সন্দ্বীপ গুপ্তছড়া–কুমিরা নৌ–রুট যাতায়াত নিয়ে সন্দ্বীপের যাত্রীদের বার বার অভিযোগ, ২০ মিনিটের নদী পথে ইজারাদার প্রতিজন যাত্রী থেকে বেশি টাকা ভাড়া আদায় করছেন। এমনকি তৎকালীন নৌ মন্ত্রী শাহজাহান খানও তাই বলেছিলেন। তিনি সন্দ্বীপে জেটি উদ্বোধনকালে যাত্রী প্রতি ১৫০ টাকা করে ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রীর কথা মানা হয়নি। তাই ঘাট নিয়ন্ত্রণকারী সংস্থা বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদের কাছে অনুরোধ, গুপ্তছড়া–কুমিরা নৌ–রুটে জনপ্রতি স্পীড বোট ভাড়া ২০০ টাকা, ট্রলার ভাড়া ১০০ টাকা, ওজন মাপার স্কেল চালুসহ সকল অরাজকতা ও নৈরাজ্য বন্ধ করতে করুন।
শরীফ হাসান
সন্দ্বীপ, চট্টগ্রাম।