অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতি গত ১৬ বছর ছিল, বর্তমানেও আছে। দুর্নীতি দূর না হলে নতুন করে সন্দ্বীপে কোন উন্নয়ন কাজ অনুমোদন দেয়া হবে না।
গতকাল রোববার দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়ে তিনি সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সন্দ্বীপে চলমান বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে এ সময় উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন।
গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপে যান। এ সময় নৌপরিবহন সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তার সফরসঙ্গী হিসেবে সন্দ্বীপে যান। গত শনিবার সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নেমেই তিনি ফেরিঘাটের খননকাজ ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সন্দ্বীপের গুপ্তছড়া সড়কের চলমান উন্নয়ন কাজ, আমীর মোহাম্মদ ফেরিঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্মাণাধীন সংযোগ বন্দরের কাজ (কানেক্টিং পোর্ট) এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। চলমান প্রকল্পগুলোর কাজের মান, নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সন্দ্বীপে এসে বিদ্যুতের খুঁটি আর রাস্তার যে অনিয়মের চিত্র দেখলাম, তাতে নতুন উন্নয়ন কাজের কোন অর্থ নেই।
গতকালের মতবিনিময় সভায় যাত্রীদের উঠানামার সুবিধার্থে স্টিমার এমবি মালঞ্চ বাঁশবাড়িয়া থেকে গুপ্তছড়া নৌরুটে চলাচলের দাবি জানালে উপদেষ্টা বলেন, সন্দ্বীপের জন্য আধুনিক দ্রুতগামী সি–ট্রাক আনন্দ শিপইয়ার্ডে নির্মাণ করা হয়েছে। নৌপরিবহন উপদেষ্টা দেশে আসলে তিনি এটা রিসিভ করবেন। এটিতে যাত্রী পরিবহন বেশি পরিমাণে করতে পারবে।
উপজেলা কনফারেন্স হলে আয়োজিত সভায় বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, অভ্যন্তরীণ নৌপরিবহন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময়ে অংশ নেয়া ব্যক্তিদের বিভিন্ন দাবি ও প্রশ্নের জবাব দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় অংশগ্রহণকারীরা ভাসানচর ও উড়িরচরের সাথে নোয়াখালীর সীমানা বিরোধ মীমাংসার দাবি জানালে উপদেষ্টা বলেন, আমি সরকারের অংশ হিসেবে কোন নির্দিষ্ট জেলার পক্ষে কোন তৎপরতা চালাতে পারি না।
নোয়াখালী জেলা প্রশাসন একতরফাভাবে সীমানা নির্ধারণ করেছে দাবি তুলে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার যৌথ সমীক্ষার মাধ্যমে সীমানা পুননির্ধারণের দাবি জানালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল আলম মিঞা বলেন, সন্দ্বীপের মানুষ আবেদন করলে এমন উদ্যোগ নিতে পারেন তিনি।










