আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি উপলক্ষে সন্দ্বীপের গাছুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পারভেজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন রাজধন। মাস্টার সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আফছার, মাস্টার আলাউদ্দীন, বীর মুক্তিযাদ্ধা রবিউল আলম, মাঈন উদ্দীন প্রমুখ। এসময় ওমর ফারুক পারভেজ বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।