সন্দ্বীপে ৭৬ জনের কাগজপত্রে সমস্যা খতিয়ে দেখতে কমিটি

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের আওতায় সন্দ্বীপে ৭৬ জন মুক্তিযোদ্ধার কাগজপত্রে সমস্যা পাওয়া গেছে। তাদের কাগজপত্র আরো ভালোভাবে যাছাই বাছাইয়ের পর প্রতিবেদন পাঠানো হবে। যাদের কাগজপত্রে সমস্যা পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আনোয়ারকে সভাপতি করে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে।
কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আনোয়ার জানান, সরকার বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এর মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছেন। হালিশহর মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমবায় সমিতির সভাপতি নুরুল আনোয়ার বলেন, কমিটির উপর যেই গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করেই রিপোর্ট তৈরি করা হবে। ওই রিপোর্টে সন্দ্বীপে কোন মুক্তিযোদ্ধা বাদ পড়ছেন কিনা তা জানা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসঙ্গীতজ্ঞ মনোরঞ্জন বড়ুয়ার স্মরণসভা আয়োজনে প্রস্তুতি
পরবর্তী নিবন্ধ‘নির্বাচনের পরিবেশ ধ্বংস করে দিয়েছে আ. লীগ সরকার’