দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী চূড়ান্তের কথা জানানো হয়। এতে সন্দ্বীপে মোক্তাদের মাওলা সেলিম, খাগড়াছড়িতে নির্মলেন্দু চৌধুরী ও লামায় মো. জহিরুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সন্দ্বীপে সেলিম : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মোক্তাদের মাওলা সেলিমকে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম ২০০৫ সালে প্রথমবার সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে অংশ নেন। এদিকে দিনভর সন্দ্বীপে আলোচনার বিষয় ছিল কে হচ্ছেন পৌরসভার নৌকার মাঝি। আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সন্দ্বীপ উপজেলা কমপ্লেঙ এলাকায়। এর আগে সন্দ্বীপ পৌরসভা মেয়র পদে ১১জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
খাগড়াাছড়িতে নির্মলেন্দু চৌধুরী : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি সদর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে আগামী ১৬ জানুয়াারি খাগড়াছড়ি সদর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে।
লামায় মো. জহিরুল ইসলাম : লামা প্রতিনিধি জানান, আসন্ন লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. জহিরুল ইসলামের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে।
সূত্র জানায়, লামা পৌরসভার আসন্ন ৪র্থ সাধারণ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করা লক্ষ্যে গত ৩ ডিসেম্বর বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, আব্দুর রহিম চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক প্রমুখ।