সন্দ্বীপ জোনের শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সভাপতি কাজী জামাল উদ্দীন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক এমরানুল ইসলাম জাবেদ। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক ফখরুল ইসলাম পনির, সাজ্জাদ হোসেন আরমান, মাওলানা মহসিন।
সফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আনোয়ারুল কবির, জয়নাব বেগম, মাওলানা আজমল খান, শামসুল আলম রাব্বানী, আরিফ হোসাইন, মাসুদ সাইমুন, মাওলানা মোস্তফা কামাল পাশা, উপদেষ্টা মো. মামুন, সোহেল, পরিচালনা কর্মকর্তা সাইফ মাহমুদ, নূরনবী, ইমরান, বেলাল, মোক্তাদের, ইকরাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।